রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৭:০৭:৩৬

আগামী বাজেট হবে ৫ লাখ কোটি টাকার : অর্থমন্ত্রী

  আগামী বাজেট হবে ৫ লাখ কোটি টাকার : অর্থমন্ত্রী

ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রূপপুর পরমাণু প্রকল্পের কাজ খুবই সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। যেকোনো বিবেচনায় এ প্রকল্পের ব্যয় অনেক বেশি। প্রায় ১৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। এতো বড় প্রকল্পের কাজ অনেক সতর্কতার সঙ্গে করতে হবে। এটা আমাদের জন্য পরীক্ষাও বটে। রোববার বিকেলে শেরেবাংলা নগরে অর্থমন্ত্রণালয়ের অর্থনীতি বিভাগের (ইআরডি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে অনেক দেশ পরমাণু প্রকল্পের দিকে ঝুঁকছে। এ তালিকায় চীন, ব্রাজিল ও ফ্রান্স রয়েছে। তবে ইংল্যান্ডের পরমাণু প্রকল্প হাতে নেয়ার কথা থাকলেও সরে এসেছে দেশটি। তিনি বলেন, আমরা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। ১.১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে যমুনা ব্রিজ বাস্তবায়ন করেছি। ঐতিহাসিকভাবে বাজেটের ব্যয় বাড়ছে। আশা করছি, আগামীতে বাজেট ৫ লাখ কোটি টাকা হবে। আগামীতে অনেক বড় বড় প্রকল্পও অন্তর্ভুক্ত হবে। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে