রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৮:৫১:১৪

ঢাকায় জাতিসংঘের সহকারী মহাসচিব

 ঢাকায় জাতিসংঘের সহকারী মহাসচিব

ঢাকা : জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান হাওলিয়াং জিউ বাংলাদেশ উন্নয়ন ফোরামে (বিডিএফ) যোগ দিতে আজ ঢাকায় পৌঁছেছেন। ৫ দিনের সফরে এসেছেন তিনি। দু’দিনের এই বৈঠক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে জিউ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী এ এম এ মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। উল্লেখ্য, জিউ ইউএনডিপি’র সহকারী প্রশাসক এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ব্যুরোর পরিচালকও। জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান হওয়ায় সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ভিশন-২০২১ এর সঙ্গে জাতিসংঘের নতুন পাঁচটি কৌশলগত পরিকল্পনা কীভাবে সম্পৃক্ত হতে পারে, তার উপায় খুঁজে বের করবেন তিনি। ব্র্যাকের স্যার ফজলে হাসান আবেদের সঙ্গেও সাক্ষাৎ করবেন জিউ। টেকসই উন্নয়ন লক্ষ্য-সংক্রান্ত এক গোল টেবিল আলোচনায় সভাপতিত্ব করবেন। সরকারি, বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। জিউ প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই কর্মসূচির অধীন ইউনিয়ন পরিষদ ডিজিটাল কেন্দ্র পরিদর্শন করবেন। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে