মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪২:১৫

এরশাদের পরে জাতীয় পার্টির হাল ধরবেন কে? যা বললেন এরশাদ

 এরশাদের পরে জাতীয় পার্টির হাল ধরবেন কে? যা বললেন এরশাদ

নিউজ ডেস্ক: হুসেইন মোহাম্মদ এরশাদের পরে জাতীয় পার্টির হাল ধরবেন কে? এ বিষয়ে কথা বললেন বিজয়ের মাসে রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির বিশাল জয় আমাদের নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এতদিন পরে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিগ ফ্যাক্টর হবে। বললেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, দেশে এখন গুম-খুনের আতঙ্ক। মানুষের হতাশ দেখে আমরাও হতাশ ছিলাম। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমরা দেখাব, জাতীয় পার্টি সবচেয়ে জনপ্রিয় দল।

দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, প্রস্তুত হও, আগামী নির্বাচনে জাতীয় পার্টি লড়াই করে বিজয় ছিনিয়ে আনবে।

আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কেউ আমাদের সঙ্গে সুবিচার করেনি। আওয়ামী লীগ-বিএনপি কেউ আমাদের প্রতি সদয় ছিল না। এত অত্যাচারের পরও আমরা বেঁচে আছি কারণ আমরা মানুষের সঙ্গে অন্যায় করিনি। আমাদের হাতে রক্তের দাগ নেই।

জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমার পরে দলের হাল কে ধরবেন সেটা আমি ঘোষণা করে যাব। যদি বিশেষ কারণে ঘোষণা না করতে পারি সেটা প্রেসিডিয়ামের সভায় সিদ্ধান্ত হবে। দোয়া করবেন যেন আগামী নির্বাচন পর্যন্ত বেঁচে থাকি।

পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
২ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে