মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০১৮, ০১:২৪:৪১

চার দিনের ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

চার দিনের ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ১৪ জানুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসছেন। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম তিনি বাইরের কোনো দেশ সফর করছেন। বাংলাদেশের সঙ্গে যে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সেটা তার এই সফরের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে।

১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন প্রণব মুখার্জি। তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরও তার ভূমিকা উল্লেখযোগ্য। ভারতের এই সিনিয়র নেতা বাংলাদেশের সকল ক্ষেত্রে সহযোগিতা দিয়ে আসছেন।

প্রণব মুখার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বন্ধু। দ্বিপাক্ষিক ইস্যুতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন প্রণব মুখার্জি। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি রাষ্ট্রপতি ভবনে অবস্থান করেছিলেন। এর আগে প্রণব মুখার্জির স্ত্রীর মৃত্যুর পর শেখ হাসিনা নয়াদিল্লি যান। প্রণব মুখার্জি ২০১৫ সালে বাংলাদেশ সফর করেন এবং তিনি তার শ্বশুরবাড়িও যান।
২ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে