সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৫:৩৭:৪৮

নেদারল্যান্ডসের রানী ঢাকায় আসছেন আজ

নেদারল্যান্ডসের রানী ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা হিসেবে আজ তিন দিনের সফরে ঢাকা আসছেন। সকালে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিন দিনের সফরে রানী ম্যাক্সিমা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। রানীকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গাজীপুরে চলমান একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এ ছাড়া ঢাকা সফরে ম্যাক্সিমা ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট (ইউএনএসজিএসএ)বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে বাংলাদেশ সফরে আসছেন। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে