সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৮:১২:৩১

ঢাকা-দিল্লি স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

ঢাকা-দিল্লি স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

ঢাকা : বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, গরু পাচাররোধ, সন্ত্রাস ও অবৈধ অভিবাসন গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে। দুই দেশের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান এবং ভারতের পক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষী নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। বাংলাদেশের পক্ষে এই বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, ভারতের কারাগারে এবং বিভিন্ন অঞ্চলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের (বাংলাদেশি) ফেরত দেওয়া, ত্রিপুরা সীমান্তে নিরাপত্তা চৌকি স্থাপন গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে গরু চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, বাংলাদেশের কারাগারে থাকা ভারতের সন্ত্রাসীদের ফেরত দেওয়ার বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীদের জানান, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে গাড়ি চলাচল চুক্তি কার্যকরের বিষয়ে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে। কেননা চার দেশের মধ্যে সহজে যাতায়াত করতে ট্রানজিট এবং যাত্রীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে