সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১০:৪৪:২৩

আঙুলের ছাপেই সিম কেনা ও নিবন্ধন

আঙুলের ছাপেই সিম কেনা ও নিবন্ধন

রেজাউল কারিম রেজা, বিশেষ প্রতিনিধি: আগামী ১৬ই ডিসেম্বর থেকে শুরু হবে নতুন ডিজিটাল বাইও ম্যাট্রিক পদ্ধতিতে সিম বিক্রয় ও নিবন্ধন । সারা বাংলাদেশে সব সিম অপারেটর এই একই নিয়মে সিম বিক্রয় ও নিবন্ধন করবে । প্রতিটি অপারেটর তাদের রিটেলারদের একটি করে বাইও ম্যাট্রিক ডিভাইস প্রদান করবে যেটা দেখতে ট্যাব এর মত, সাথে থকবে ফিঙ্গার প্রিন্ট রিসিভ ডিভাইস যেখনে সিম ক্রেতা তার আঙুলের ছাপ প্রদান করবে। সিম ক্রয় করতে ক্রেতা তার নিজের জাতীয় পরিচয় পত্র অরজিনাল কপি সাথে আনতে হবে । ৪ টি তথ্য নিয়ে সিম অ্যাক্টিভ ও নিবন্ধন করা কবে । ১। ক্রয়ক্রিত সিম এর মোবাইল নাম্বার ২। জাতীয় পরিচয় পত্র নাম্বের ৩। জন্ম তারিখ ৪। আঙুলের ছাপ । এই তথ্য বাইও ম্যাট্রিক ডিভাইস এর apps এ ইন পুট দিয়ে সেন্ড করলে তা ডাটা সারভার যাচাই করে যদি ম্যাচ করে তবে অটো সিমটি চালু হয়ে যাবে । ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএসম/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে