সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১০:৫৫:৫০

সেই রুমা সৌদি থেকে দেশে ফিরলেন

সেই রুমা সৌদি থেকে দেশে ফিরলেন

ঢাকা : অবশেষে বন্দিত্বদশা থেকে দেশে ফিরেছেন রুমা। চার মাস আগে রুমা আক্তার সৌদিতে পাড়ি দেন। বাবুল নামে এক দালাল তাকে অফিসের কাজ বলে ভিসা দেয় এবং বেশ কয়েকবার হাতিয়ে নেয় বড় অংকের টাকা। শেষে কাজ পান এক নিষ্ঠুর লোকের বাসাবাড়িতে। ঠিকমতো খেতে পান না, মারধর করে। এমনি দুর্ভাগ্যের কথা জানা যায় রুমা আক্তার মুখেই। দাবি ওঠে রুমা আক্তারকে নির্যাতন থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে নেয়ার। অবশেষে তিনি উদ্ধার পেলেন। গণমাধ্যমে রুমার এ করুণ কাহিনী ছড়িয়ে পড়লে বাংলাদেশ থেকে রুমা আক্তার যে অফিসের মাধ্যমে সৌদিতে আসেন সে অফিস থেকে সৌদি আরবে যোগাযোগ করা হয়। রুমা আক্তারকে যে অফিস গ্রহণ করেছিল সেটির সাথেও যোগাযোগ করা হয়। রুমা আক্তারকে উদ্ধারে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম পদক্ষেপ নেন।গত ১৪ নভেম্বর তাকে দেশে পাঠানো হয়েছে। রুমার দাবি, যে দালাল তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়েছে তার কাছ থেকে টাকাটা যেন উদ্ধার করে দেয়া হয়। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে