সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০২:০৭:৫৫

খালেদাকে স্বাগত জানাব : তথ্যমন্ত্রী

খালেদাকে স্বাগত জানাব : তথ্যমন্ত্রী

ঢাকা : জাতীয় ঐক্যের নামে জঙ্গিবাদকে হালাল করার অপচেষ্টা করছে বিএনপি জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপিকে একটি সন্ত্রাসী দলে পরিণত করছেন চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে তিনি খালেদা জিয়াকে ‘আগুন সন্ত্রাসী’, ‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক’সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। খালেদা জিয়াকে সন্ত্রাসী নেত্রী বলছেন, তাহলে তাকে দেশে ফিরতে বাধা দেবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের দেশেই থাকা উচিত। তাকে বাধা দেব না, স্বাগত জানাব। তিনি বলেন, নির্বাচনে বিএনপি অংশ না নিলেই গণতন্ত্র থাকে না, এটা ঠিক নয়। সরকার সংবিধান, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতন্ত্রকে সমুন্নত রেখেই দেশ শাসন করছে। তাই নির্বাচনে বিএনপি অংশ না নিলে গণতন্ত্র থাকে না, এটা অপপ্রচার। তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, অন্তর্ঘাত-নাশকতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া গণতান্ত্রিক শক্তি বা গণতন্ত্রের উপর আক্রমণ নয়। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রয়েছে বলেই সবাই আজ স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মওদুদ তার বক্তব্যে কিছু বিপথগামী শব্দ ব্যবহার করে দেশে জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী শক্তির সুসংগঠিত উপস্থিতি ও তৎপরতাকে আড়াল করার অপপ্রয়াস করেছেন। তার এ বক্তব্য বিএনপি-জামায়াত জঙ্গিবাদীদের সম্মিলিত আগুন সন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাত সহিংসতা ও নৈরাজ্যকর রাজনীতিকে আড়ালে অপচেষ্টা। ইনু আরো বলেন, মওদুদ সব গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের ঐক্যের কথা বলে আবারও বিএনপির সঙ্গে জামায়াত জঙ্গিবাদ রাজনৈতিক সন্ধিকে হালাল করতে চাইছেন। তার এ ধরনের বক্তব্য আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে