সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৫:০২:৩৮

এটা কারো জন্য শুভ হবে না : খন্দকার মাহবুব

    এটা কারো জন্য শুভ হবে না : খন্দকার মাহবুব

ঢাকা : অভিযানের নামে মামলা এবং ওয়ারেন্ট ছাড়াই হাজার হাজার মানুষকে গ্রেফতার করা কারো জন্য শুভ হবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, সরকার দেশে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুপ্রিমকোর্ট বারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহবুব হোসেন বলেন, যৌথবাহিনী বিশেষ অভিযানের নামে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেছে। এ অবস্থায় দেশ চলতে পারে না। তিনি বলেন, বিদ্যমান আইন অনুসরণ না করে ঢালাওভাবে গ্রেফতার করায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গণগ্রেফতার মানুষের মৌলিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী। এসময় তিনি গণগ্রেফতার বন্ধ করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ট্রেজারার শওকাত আরা দুলালী, সহ-সম্পাদক মাজেদুর রহমান উজ্জল পাটওয়ারী, সদস্য মির্জা আল-মাহমুদ প্রমুখ। ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে