মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০১৮, ০৮:০১:৪৪

১৩ জানুয়ারি ২০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা: মির্জা ফখরুল

১৩ জানুয়ারি ২০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনের জন্য আগামী ১৩ জানুয়ারি (শনিবার) প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ওই দিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা আসবে।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। ঢাকার সাবেক কমিশনার ও বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল মজিদের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।  

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া নির্বাচনের সাতদিন আগে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি।

নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা নিয়ে কোনও সমস্যা হবে না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান করবো। নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের ওপরে নির্ভর করবে বর্তমান নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবে কিনা।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে