বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮, ০৫:২৬:১৪

খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই: ফখরুল

খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই: ফখরুল

স্পোর্টস ডেস্ক: দুর্নীতি মামলায় বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন, বিরোধী দল দমনে নতুন অস্ত্র হিসেবে মামলাকে ব্যবহার করছে ক্ষমতাসীন দল (আওয়ামী লীগ)। আদালতে না গিয়ে আলোচনা তহবিলে বসে রাজনৈতিক সংকট সমাধানের কোনো বিকল্প নেই বলে জানান তিনি।

১/১১ পরবর্তী সেনা সমর্থিত সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ২ মেয়াদে বিএনপির চেয়ার পারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট মামলা হয়েছে ৩৩টি। যার সব কয়টিরই বিচার চলছে। এগুলোর মধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির ২ মামলা।

তবে এসব মামলায় দলীয় প্রধানের সাজা হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, মামলার ব্যাপারগুলো বিশেষ করে খালেদা জিয়ার মামলায় যা দেখছি সেখানে কোনো মামলাই নেই। সেখানে সাজা হওয়ার কোনো সুযোগই নেই। তাদের প্রায়ত নেতা শেখ মুজিবুরের বিরুদ্ধেও মামলা ছিল কিন্তু টিকে নাই। জনগণের কাছে এধরনের মামলা টিকে থাকতে পারে না।

বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ ভিন্ন পথে হাঁটছে বলে অভিযোগ তার।

তিনি বলেন, সরকার একটি নতুন অস্ত্র ব্যবহার করছে মামলা দিয়ে। যে ইস্যুগুলো রাজনৈতিক সেগুলোর সমাধান রাজনৈতিকভাবেই করা উচিত। সেগুলো মামলা দিয়ে সমাধান করার দরকার হয় না।

তিনি বলেন, যদি আকাঙ্খা থাকে, ভালো কিছুর করার উদ্দেশ্যে থাকে তাহলে আলোচনায় আসার দরকার।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার শর্ত হিসেবে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ক্ষমতাসীন দল সে পর্যন্ত আন্তরিক হবে বলে প্রত্যাশা বিএনপির।
এমটিনিউজ২৪.কম/এইচএস/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে