সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১০:৫০:০০

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সরকারের অবস্থান পরিষ্কার করেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ই ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান। খবর : বাসস শুক্রবার প্যারিসে বার ও রেস্টুরেন্ট, একটি কনসার্ট হল এবং একটি স্টেডিয়ামে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি তার নেদারল্যান্ড সফর এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টের আমন্ত্রণে শেখ হাসিনা ৩ নভেম্বর নেদারল্যান্ড সফরে যান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে তিনি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেন। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে