সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ১০:৫৮:২৭

চিরকুটে যা লিখেছেন ডা. মিথিলা

 চিরকুটে যা লিখেছেন ডা. মিথিলা

নিউজ ডেস্ক : গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে ডা. তানজীলা জাহান মিথিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ডা. মিথিলার আত্মহত্যার ঘটনায় তার স্বামী ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার মিজানুর বুকের ব্যথা নিয়ে সোমবার হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন। তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়ে ডা. মিথিলার পরিবারের অভিযোগ, মামলার কথা শোনার পর ডা. মিজানুর অসুস্থ হয়েছেন। মিথিলাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন মিজানুর। লাশ উদ্ধারের সময় ওই কক্ষ থেকে ডা. মিথিলার লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তাতে লেখা ছিল,‌ ‘আমার জন্য আর কেউকে অসুখী হতে হবে না’। ডা. মিথিলার মা রোকেয়া বেগম বলেন, মিথিলাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। স্বাচিপের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকতেন ডা. মিজানুর। বাসায়ও আসতেন না ঠিকমত। মিথিলা ফোন করলে রিসিভও করতেন না। তিনি বলেন, বাসায় না আসা ও ফোন না ধরার বিষয়টি মিথিলা কয়েকদিন ধরেই তাকে (মা রোকেয়া) জানিয়ে আসছিল। সোমবার ভোরে মিথিলার মামা খন্দকার শরিফ উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় ডা. মিজানুরের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছেন। এজাহারে তিনি বলেন, মিথিলাকে আত্মহত্যা করতে তার স্বামী ডা. মিজানুর বাধ্য করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ডা. মিজানুরকে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা গেছে, মিথিলা বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি চাকরিতে ঢোকেননি। ২০১৪ সালের ১৪ মে পারিবারিকভাবে ডা. মিজানুরের সঙ্গে ডা. মিথিলার বিয়ে হয়। ১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে