বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮, ০৯:১৮:৩২

হল থেকে বের করে দেওয়া শিক্ষার্থীর বিষয়ে এ কী বললেন তুষার

হল থেকে বের করে দেওয়া শিক্ষার্থীর বিষয়ে এ কী বললেন তুষার

নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গভীর রাতে আবাসিক হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা এক ছাত্রীকে বের করে দেওয়ার বিষয়টি নিয়ে দেশজুড়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অনেকে এই বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছেন। বিশিষ্ট টিভি উপস্থাপক আব্দুন নূর তুষারও তাদের ব্যতিক্রম নন।

এই শীতে একজন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার বিষয়টির সমালোচনা করে তিনি ফেসবুক পেইজে পোস্ট দিতে লিখেছেন, ‘শীতের রাতে কাউকে হল থেকে বের করে দেয়া অত্যন্ত গর্হিত কাজ। কিন্তু তার প্রতিবাদ জানাতে গিয়ে মরে যাওয়া পর্যন্ত না খেয়ে থাকার হুমকি দেয়া হাস্যকর! আমরণ অনশন যদি এতো অল্পেই হয় তবে অনশন বিষয়টাই হাস্যকর হয়ে যাবে।’

‘অনশনের মেয়াদ ছিল কয়েক ঘন্টা। অনশনকারী পেছনে একটি সুসজ্জিত, সুন্দর হস্তাক্ষরে লেখা প্ল্যাকার্ড । এই শীতে গভীর রাতে ব্যাগ গুছিয়ে , পরিষ্কার চাদর বালিশ নিয়ে বসে আছেন যিনি তিনি রঙ-তুলি পেলেন কোথায় ? বহিষ্কারকারীরা তাকে রঙ-তুলি নিয়ে , ব্যাগ গুছানোর সময় দিয়ে বহিষ্কার করলো ? যারা কখনো হল থেকে বিতাড়িত হয়েছেন, তারা জানেন এটা ঠিক বাস্তবসম্মত না, ধরে নিলাম তার দলের লোকেরা এটা লিখে দিয়েছেন।’

‘এই প্রচারণার চেয়ে আরো বেশি কার্যকর হতো দলীয় মিছিল , প্রতিবাদ এবং কর্তৃপক্ষের কাছে দোষীদের বিচার দাবি করা। সবচেয়ে অদ্ভুত হলো প্ল্যাকার্ড এ লেখা প্রতিবাদে অনশন, দোষীদের বিচারের দাবি নেই ।’

‘হল থেকে বের করে দিলে অনশন করে মরে যাবো কিন্তু বিচার চাই বলবো না ? আহারে ছাত্র সমাজ , ফার্ম এর মুরগি যেমন হাঁটতে ভুলে যায় , এরাও আন্দোলন কি করে করে সেটা ভুলে গেছেন ! প্রথম আলোর ছবি দেখে মনে হলো , অনশনের ছবি বের হয়েছে , এটাই এই আন্দোলনের সার্থকতা।’

উল্লেখ্য, গত সোমবার রাতে ছাত্রীদের আবাসিক বেগম রোকেয়া হল থেকে আফসানা আহমেদ ইভা নামে এক শিক্ষার্থীকে বের করে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। শিক্ষার্থীটি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ খালেকুজ্জামান অনুসারী) বলে জানা গেছে। এদিকে ওই ঘটনার প্রতিবাদে হলের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেছেন ওই ছাত্রী। কিন্তু হল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে