বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ০৭:২২:২৭

খালেদার আইনজীবীরা আদালতে কান্নাকাটি করছেন: রাষ্ট্রপক্ষ

খালেদার আইনজীবীরা আদালতে কান্নাকাটি করছেন: রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক: উচ্চ আদালতে ৫০ বার আপিল করে ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা এখন আদালতে কান্নাকাটি করছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: মোশাররফ হোসেন কাজল।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ১০ম দিনের (খালেদা জিয়ার পক্ষে ৯ম) যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ যুক্তি উপস্থাপনে বলেন: এটি  ফৌজদারি মামলার আবরণে রাজনৈতিক মামলা।  পশ্চিমা দেশগুলোতে এ ধরনের মামলাগুলোকে বলা হয় ‘বানোয়াট মামলা’। খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে এ মামলা এখনো চলছে। নয়তো প্রথম দিনেই এই মামলা খারিজ হয়ে যেতো।

তিনি বলেন: এ মামলা এখানে কেন? এখানে কোর্টের কোন পরিবেশ নেই। লজিস্টিক সাপোর্ট নেই। তার মধ্যে আরো ১৪টি মামলা এখানে নিয়ে আসা হয়েছে। এখানে কেন? এটি ক্যামেরা ট্রাইলের জন্য।  এই আদালতে আসামী তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটি সংবিধানের লঙ্ঘন।

মওদুদ বলেন: এ মামলার অভিযোগগুলোর কোন ভিত্তি নেই। এটি একটি প্রাইভেট ট্রাস্ট। শহীদ জিয়ার সঙ্গে কুয়েতের আমিরের একটা বন্ধুত্বের জন্য তার নামে ট্রাস্টে আসছে এই অর্থটা। সরকারি কোন অর্থ না তা। কাজেই এ মামলা রাজনৈতিক।

মওদুদ আহমদের এসব বক্তব্যের জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন: খালেদা জিয়ার আইনজীবীরা এই  মামলা খারিজ করে দেয়ার জন্য  উচ্চ আদালতে গিয়েছেন ৫০ বার। তারা বলছেন, এ মামলার কোন অস্তিত্বই থাকতে পারে না। কিন্তু সমস্ত চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়েছে। আর এখন আদালতে কান্নাকাটি করছেন।

‘তারা যে মামলা খারিজের কথা বলছেন তা অমূলক। এসব তারা বাঁচার জন্য বলছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট গঠিত হয় ১৯৯৩ সালে। অথচ টাকা আসলো ১৯৯১ সালে। তাহলে তা কিভাবে ব্যক্তিগত হলো?  ঘোড়ার আগে গাড়ি নাকি গাড়ির আগে ঘোড়া; ঠিক বুঝতে পারছি না। মূলত তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে টাকা এসেছে। তারা বলছেন টাকা ব্যাংকে আছে। তাহলে জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা কোথায়? এর অস্তিত্ব কোথায়?’, বলেন মোশাররফ হোসেন কাজল।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে