নিউজ ডেস্ক: রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে বেশ কয়েকজন ‘জঙ্গি’নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে পুরাতন এমপি হোস্টেল সংলগ্ন১৩/১ রুবি ভিলার পঞ্চম তলায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
র্যাবের এর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। এসময় জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে জঙ্গিরা। এতে ২ র্যাব সদস্য আহত হয়েছে। পরে র্যাবও পাল্টা গুলি চালায়।
এতে ওই ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন জঙ্গি হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের সংখ্যা জানা যায়নি।
ওই আস্তানায় কতজন জঙ্গি আছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি র্যাব। অভিযান এখনও চলছে। হতাহতের বিষয় নিশ্চিত করা যাচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১০ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর