নিউজ ডেস্ক: শিল্পশহর টঙ্গীর তুরাগ নদের পাড়ে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আজিজুল হক (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন বলে শুক্রবার সকালে ইজতেমা সূত্রে জানা গেছে।
মৃত আজিজুল হকের বাড়ি মাগুরা জেলার শালিথা থানার হবিশপুর গ্রামে। সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯ নম্বর খিত্তায় অসুস্থ হয়ে পড়েন আজিজুল। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এদিকে, আম বয়ানের মধ্য দিয়ে শিল্পশহর টঙ্গীর তুরাগ নদের পাড়ে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।
আগামী ১৪ জানুয়ারি (রবিবার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।
১২ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর