শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ১২:৩৩:৫৮

হ্যাক হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট

হ্যাক হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে। গতকাল রাত থেকেই ওয়েবসাইটটিতে হ্যাকারদের বিভিন্ন বার্তা দেখা যাচ্ছে।

ওয়েবসাইটে প্রদর্শিত বার্তায় হ্যাকার নিজেকে ‘ডার্ক টেরোরিস্ট’ বলে পরিচয় দিয়েছে। নিজেকে জর্ডানের অধিবাসী বলেও দাবি করেছে এই হ্যাকার।

হ্যাক করা ওয়েবসাইটগুলোতে হ্যাকার লিখেছে- ‘Your Security Get Down By Dark Terr0rist’ এবং ‘Hacking is not a crime ! It’s an Art’।

নির্বাচন কমিশনের www.ecs.gov.bd, www.ec.org.bd এবং www.ecs.gov.bd/bengali ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করলে হ্যাকারের বার্তা দেখা যাচ্ছে। তবে www.ecs.gov.bd/English ওয়েবসাইটটি স্বাভাবিক অবস্থায় আছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা এটিই প্রথম নয়। গত ২৯ ডিসেম্বর হ্যাকিংয়ের শিকার হয়েছিল www.ec.org.bd ওয়েবসাইটটি। এর আগে ২০১৬ সালের জুনে হ্যাক হয়েছিল www.ecs.gov.bd ওয়েবসাইটটি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে