শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ০১:১১:৩৪

এবার আখেরি মোনাজাত বাংলায়, পরিচালনায় মাওলানা জোবায়ের

এবার আখেরি মোনাজাত বাংলায়, পরিচালনায় মাওলানা জোবায়ের

নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমায় এবার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দুটো’ই হবে বাংলায়। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ জোবায়ের। বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন একথা জানিয়েছেন।

তিনি জানান, এবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা হাফেজ জোবায়ের। আর হেদায়েতি বয়ান করবেন দেশের আরেক মাওলানা আব্দুল মতিন। রবিবার (১৩ জানুয়ারি) সকাল ১০-১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তাবলীগ জামাতের মুরব্বিদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

তাবলীগ জামাতের নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক শীর্ষ মুরব্বি বলেন, আখেরি মোনাজাত হবে আরবি কিংবা উর্দুতে ।

শুক্রবার ফজরের নামাজের পর থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। চারদিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আসর।

ভারতের মাওলানা জোবায়রুল হাসান মারা যাওয়ার পর ২০১৫ সাল থেকে দেশটির আরেক মাওলানা সা’দ কান্ধলভি বিশ্ব ইজতেমায় হাল ধরেছিলেন। তবে তাকে নিয়ে বিতর্ক ওঠায় এবার তিনি ইজতেমায় অংশ নিচ্ছেন না। উর্দুতে বয়ান করা ছাড়াও একই ভাষায় তিনি আখেরি মোনাজাত পরিচালনা করতেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে