মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৪:৫৫:০৮

বিএনপিতে পদত্যাগের সংখ্যা বাড়ছে

বিএনপিতে পদত্যাগের সংখ্যা বাড়ছে

নিউজ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে হঠাৎ করেই ভাঙনের আভাস সৃষ্টি হয়েছে। দল থেকে বেরিয়ে আসছেন কেন্দ্রীয় শীর্ষ পদধারীরা। বিএনপির এ ভাঙনে অনেকটা স্বস্তি ফিরেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তথ্যমতে, ২৮ অক্টোবর রাতে বিএনপি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দেন দলের কেন্দ্রীয় এক রহস্যপুরুষ শমসের মবিন চৌধুরী। তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তাঁকে ঘিরে বিএনপিসহ রাজনৈতিক মাঠে অনেক ধরনের কথাই ঘুরপাক খাচ্ছে। কেউ বলছেন অভ্যন্তরীণ কোন্দলে পদত্যাগ। বিএনপির রাজনীতির এ প্রভাবশালী নেতার পদত্যাগে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন দাবিদার কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত সিলেট বিএনপির একটি গ্রুপ। শমসের মবিন গ্রুপ ও এ গ্রুপটির মধ্যে দীর্ঘদিন ধরে অন্তর্কোন্দল চলছিল। উভয় গ্রুপই বিএনপি কূটনৈতিক টিমে কাজ করত। শমসের মবিনের পদত্যাগে এ গ্রুপটি এখন অপ্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের ভুল নেতৃত্বেই বিএনপি ক্লাব সংগঠনে পরিণত হচ্ছে। অনেক কেন্দ্রীয় নেতাই বিএনপিকে গুডবাই জানাবেন। শমসের মবিন চৌধুরী নতুন করে ভাঙন প্রক্রিয়া শুরু করেছেন। আস্তে আস্তে অনেকেই বেরিয়ে আসবেন। বিএনপি ভাড়াটে খুনির দলে পরিণত হয়েছে। তাই খালেদা-তারেকে কেউ আর আস্থা রাখতে পারছেন না।’ গত সিটি করপোরেশন নির্বাচনের দিনই বিএনপি থেকে পদত্যাগ করেন চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনজুর আলম। তখনই গুঞ্জন ওঠে বিএনপির কয়েকটি দলীয় সিদ্ধান্তের কারণে মনজুর আলমকে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। তাই তিনি ক্ষোভে দলত্যাগ করেন। এদিকে বিএনপি ছাড়ছেন আরও হাফ ডজন প্রভাশালী নেতা- এমন গুঞ্জন উঠেছে রাজনৈতিক মাঠে। এর মধ্যে রয়েছেন খোদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্তাব্যক্তি। হঠাৎ করেই সোচ্চার হয়ে উঠেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল। তিনি গত ৪ নভেম্বর জিয়াউর রহমান স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করেন। তাঁর এ কর্মসূচি নিয়েও চলছে নানা ধরনের কথাবার্তা। এছাড়া বিএনপির ‘সংস্কারপন্থি’ খ্যাত একটি গ্রুপ নতুন দল করার পরিকল্পনা করছেন বলে সূত্রে জানা গেছে। এ গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক হুইপ আশরাফ হোসেন এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা সাবেক হুইপ শহিদুল হক জামাল। আপাতত বিএনপির বর্তমান নেতৃত্ব পর্যবেক্ষণ করছেন তাঁরা। মতবিরোধ হলেই তাঁরা নতুন দল গঠন করতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে আগামী বছরের প্রথম দিকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠন করতে পারেন তাঁরা। সর্বশেষ ১৫ নভেম্বর আকস্মিক বিএনপি ছেড়েছেন দলটির কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম শাহরিয়ার রুমী। তিনি আবারও আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন। পদত্যাগ প্রসঙ্গে এসএম শাহরিয়ার রুমী বলেন, ‘আমি আওয়ামী লীগের উপকমিটির সদস্য ছিলাম। ২০০১ সালে নেত্রী আমাকে মূল্যায়ন না করায় দল ছেড়েছি। আমি ২০০২ সালে বিএনপিতে যোগ দেই। বিপরীতমুখী রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা ঠিক হচ্ছে না বলে মনে হয়েছে। তাই শেখ হাসিনার নেতৃত্বে বাকি জীবন দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি বিদেশি নাগরিক, ব্লগার, লেখক ও পুলিশ হত্যাকা-সহ কয়েকটি ঘটনায় সরকার চাপে থাকলেও রাজনৈতিক দল হিসেবে খোশমেজাজে আওয়ামী লীগ নেতারা। বিভিন্ন সভা-সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বিএনপির ভাঙন নিয়ে কটূক্তি করতে ভুল করছেন না। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি প্রেস বিজ্ঞপ্তিনির্ভর সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড- করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করে দলটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপির বর্তমান নেতৃত্বে হতাশাগ্রস্ত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক নেতাই দল ছাড়ার পরিকল্পনা করছেন। তাঁরা অচিরেই বেরিয়ে আসবেন।’ এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে যত গভীর ষড়যন্ত্র করবেন, তাঁর দল তত ক্ষতিগ্রস্ত হবে। অচিরেই বিএনপি ভেঙে খান খান হয়ে হয়ে যাবে। দলে যে ভাঙন দেখা দিয়েছে, তা খালেদা জিয়ার পক্ষে রোধ করা সম্ভব হবে না।’ এর আগে শমসের মবিনের পদত্যাগের পরপরই আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া-তারেক রহমানের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতি অনাস্থা ও হতাশাই শমসের মবিন পদত্যাগ করেছেন। আমার বিশ্বাস, বিএনপিতে থাকা বিবেকবান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা সবাই এভাবেই বেরিয়ে যাবেন।’ ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে