শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ০৬:১০:২৭

নৌবাহিনী কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নৌবাহিনী কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০১৮-বি ডিইও ব্যাচের দুইটি শাখায় জনবল নেয়া হবে বলে জানা গেছে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা এবং শিক্ষা শাখায় জনবল নিয়োগ দেবে।

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা:
এই শাখায় আবেদনের জন্য প্রার্থীকে সরকার কর্তৃক স্বীকৃত পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতক (সম্মান) উত্তীর্ণ হতে হবে। তবে উচ্চশিক্ষা সম্পন্ন প্রার্থীদের দেওয়া হবে অগ্রাধিকার। চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। কমিশন প্রাপ্তির পর এককালীন ৫৯ হাজার ১৫০ টাকা বিশেষ ভাতা দেওয়া হবে। এ শাখায় শুধু পুরুষরা আবেদন করতে পারবেন।

শিক্ষা শাখা:
এই শাখায় আবেদনের জন্য প্রার্থীকে মনোবিজ্ঞান, গণিত, ইংরেজি, রসায়ন, পদার্থ বা কম্পিউটার সায়েন্স থেকে চার বছর মেয়াদি স্নাতক বা মাস্টার্স উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের দেওয়া হবে অগ্রাধিকার। বিবাহিত বা অবিবাহিত পুরুষ ও নারী যে কেউ এই পদে আবেদন করতে পারবেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। কমিশন প্রাপ্তির পর এককালীন ৪২ হাজার ২৫০ টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারী প্রার্থীগনকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ডান পাশের ‘APPLY NOW’ এ ক্লিক করতে হবে। আবেদনের শেষ পর‌্যায়ে অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে ৭০০ টাকা (অফেরতযোগ্য)।

আবেদন করতে হবে ২৩ শে জানুয়ারি ২০১৮ এর মধ্যে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন : ০১৭৬৯৭০২২১৫
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে