মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৯:২৪:২৮

সুপ্রিম কোর্টসহ দেশ জুড়ে নিরাপত্তা জোরদার

সুপ্রিম কোর্টসহ দেশ জুড়ে নিরাপত্তা জোরদার

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মাজার গেইট, মূল গেইট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকেই নিরাপত্তাকর্মীরা এই এলাকায় অবস্থান নিয়েছেন। এছাড়াও দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। রিভিউ আবেদনের শুনানি আপিল বিভাগের আজকের (মঙ্গলবার) কার্যতালিকার ২ ও ৩ নম্বরে রয়েছে। সকাল ৯টায় আপিল বিভাগ বসার পরেই এই আবেদনগুলোর ওপর শুনানি হবে। ডিএমপির এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘দুটি গুরুত্বপূর্ণ মামলার রিভিউ আবেদনের শুনানি আছে। এজন্য সুপ্রিম কোর্ট এলাকায় আগের চেয়ে বেশি নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।’ এদিকে আসামিদের স্বজন ও তাদের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালত চত্বরে এসেছেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন : বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে