মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ১০:২৪:৩১

কারাগারে ঐশি শুধুই কাঁদছে

কারাগারে ঐশি শুধুই কাঁদছে

ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ফাঁসির আদেশ প্রাপ্ত তাদের মেয়ে ঐশী রহমান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন। তবে সেখানে তার মন ভালো নেই। নিজের মতো করেই থাকছে সে। খাওয়া-দাওয়া করছে না ঠিকমতো। শুধু কান্নাকাটি করছে।

কারা সূত্রে থেকে জানা যায়, কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে থাকা ঐশি শুধুই কাঁদছে।  ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, ঐশীকে কনডেম সেলে রাখা হয়েছে। কয়েদির নির্ধারিত পোশাক পরতে দেয়া হয়েছে তাকে।

রায় ঘোষণার পর  স্বাভাবিক পোশাকের পরিবর্তে কয়েদির নির্ধারিত পোশাক দেয়া হয়। পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায়  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বাবা-মাকে খুন করার দায়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেন। এ মামলায় ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছরের কারাদণ্ড ও আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেয়া হয়।
এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে