মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০২:৩৪:২৫

ঢাকায় ব্যস্ত রানী সেরুতি

ঢাকায় ব্যস্ত রানী সেরুতি

ঢাকা : নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি টঙ্গীর গাজীপুরা ও দত্তপাড়া এলাকার দুইটি পোশাক কারখানা পরিদর্শণ করেছেন। এছাড়া তিনি গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়িতে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার, ব্রাকের আওতাধীন এটুআই ও বিকাশ এজেন্ট অফিস পরিদর্শন করেন। র‌্যাব, ডিবি ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার কিছু পর রানী টঙ্গীর গাজীপুরা এলাকার ভিয়েলাটেক্স কারখানায় প্রবেশ করেন। এসময় কারখানা কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। তার আগমন উপলক্ষে ভিয়েলাটেক্স কারখানার প্রাঙ্গণে হরেক রকমের তাজা ফুল দিয়ে অর্ভ্যথনা ফটক তৈরি করা হয়। সেখানে তিনি কারখানার পোশাক উৎপাদন প্রক্রিয়া, কর্মপরিবেশ পরিদর্শন করেন ও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। পরিদর্শনকালে রানী শ্রমিকদের সুযোগ সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। এদিকে রানীর কারখানা পরিদর্শন উপলক্ষে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পুরো টঙ্গী এলাকা নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে নিয়ে আসেন। এর পর রানী গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়িতে যান। সেখানে তিনি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার পরিদর্শন করেন। পরে ব্রাকের আওতাধীন এটুআই ও বিকাশ এজেন্ট অফিস ঘুরে দেখেন। দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর দত্তপাড়ায় ঝর্ণা ফেব্রিক্স এন্ড ফ্যাশন হাউজ পরিদর্শন করেন। এসময় তিনি ঝর্ণা ফ্যাশনের মালিক ঝর্ণা ইসলামের সাথে একান্তে কথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঝর্ণা ফেব্রিক্স ও ফ্যাশনের মালিক ঝর্ণা ইসলাম বলেন, রানী আমাকে একটি ফ্লোর নিয়ে কাপড় তৈরি করতে যা যা লাগে সেসব কিছু দেয়ার আশ্বাস দেন এবং আমার কারখানার খোঁজ খবর নেন। ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে