মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৪:৩১:৪৫

কারাগারে নূর হোসেনের কাছে নোটিস

 কারাগারে নূর হোসেনের কাছে নোটিস

ঢাকা : ট্রাকচালকের সহকারী থেকে বিশাল সম্পদের মালিক বনে যাওয়া নূর হোসেনের কাছে কারাগারে সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে গাজীপুর কাশিমপুর কারাগার-২ এ নোটিসটি পাঠায় দুদক। নূর হোসেনের পাশাপাশি তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েও নোটিস পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন রাজনৈতিক ছত্রছায়ায় ট্রাক হেলপার থেকে কোটি কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ রয়েছে। নোটিসে ৭ কর্ম দিবসের মধ্যে দুদকের কাছে সব স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। দুদক সূত্রে জানা যায়, নোটিস পৌঁছার পর কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। ২০১৪-এর এপ্রিলে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭জনকে হত্যার পর নূর হোসেন পালিয়ে যায়। ২৯ মে নূর হোসেনের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। পরে অনুসন্ধান কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে যায়। দেড় বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বরখাস্ত কাউন্সিলর নূর হোসেনের প্রায় ৮ কোটি টাকার সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে আসা নূর হোসেন পরে বিএনপিতে যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগে যোগ দেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর হওয়ার পাশাপাশি তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন। ১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে