মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৫:৩৫:৪৯

‘শীর্ষ কর্মকর্তা ছাড়া কেউ জানতে পারবে না’

‘শীর্ষ কর্মকর্তা ছাড়া কেউ জানতে পারবে না’

নিউজ ডেস্ক : এবার আট সেটে অনুষ্ঠিত হবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। ৩২ সেট প্রশ্নের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮ সেট প্রশ্ন বাছাই করা হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতেই ৬৪ জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে সমাপনী পরীক্ষা নেয়া হবে। কোন জেলা কোন অঞ্চলে থাকবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা ছাড়া আর কেউ তা জানতে পারবেন না বলে গণমাধ্যমকে মঙ্গলবার জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। তিনি জানিয়েছেন, আট অঞ্চলের জন্য নির্ধারিত প্রশ্নপত্র জেলায় জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। কোনোভাবে যদি কোনো একটি জেলার প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে শুধু ওই জেলার শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। পাশের জেলাটি কোন অঞ্চলে পড়েছে তা কেউ সহজে জানতে পারবে না। জানা যায়, লটারির মাধ্যমে আটটি অঞ্চলে আটটি করে জেলা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার দিন এসব জেলার হিসাব পাল্টে যাবে। সে অনুযায়ী অঞ্চলভিত্তিক বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সেট নির্দিষ্ট জেলায় পাঠানো হয়েছে। এতদিন এক সেট প্রশ্নপত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা নেয়া হতো। আগামী ২২ থেকে ২৯ নভেম্বর সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় ৩২ লাখ শিক্ষার্থী অংশ নেবে। ১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে