মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৬:৩২:২৭

বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শ

 বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শ

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বিমানবন্দরের নিরাপত্তায় সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র বলে জানান তিনি। আগামী ২৩ নভেম্বর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) দ্বিতীয় বৈঠকে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ক্যাটাগরি ওয়ান’ স্বীকৃতি দেয়ার বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান বার্নিকাট। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসমরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বিমানবন্দরের পনিরাপত্তা জোরদার বিষয়ক বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা সহযোগিতা দিতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য দেশকেও আমরা সহযোগিতা করছি। সারাবিশ্বের যেকোনো স্থানেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয় আমরা। ওয়াশিংটনে হামলার হুমকির বিষয়ে বার্নিকাট বলেন, শুধু প্যারিস নয়, বিশ্বের কোথাও হামলা হোক এবং জনগণ কষ্ট পাক তা চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। এ জন্য বাংলাদেশকে সাধুবাদ জানাচ্ছি। স্থিতিশীল পরিবেশ উন্নত ভবিষ্যৎ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখবে। ১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে