মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৭:৩৩:০৭

‘পালিয়ে থেকেও কোনো লাভ হবে না’

‘পালিয়ে থেকেও কোনো লাভ হবে না’

ঢাকা : বিচারের থেকে রেহাই পেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেছেন, বিএনপি নেত্রী বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তিনি এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুপ্তহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়তে হবে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু মঞ্চ সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। মায়া বলেন, বিএনপি গত ৫ জানুয়ারি থেকে দীর্ঘ ৯২ দিন পেট্রলবোমা দিয়ে দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেও সরকার পতনে ব্যর্থ হয়েছে। বিদেশে বসে তারা যতই ষড়যন্ত্র করুন না কেন, দেশে ফিরিয়ে এনে মানুষ হত্যার বিচারের মুখোমুখি করা হবে। তিন্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুিইনরাও বিদেশে পালিয়ে ভেবেছিল তাদের বিচার করা সম্ভব হবে না। কিন্তু তাদের বিচার হয়েছে এবং অনেকের ফাঁসির রায়ও কার্যকর হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মতো বেগম খালেদা জিয়ারও বিচার হবে। বিদেশে পালিয়ে থেকে কোনো লাভ হবে না। মায়া বলেন, বেগম খালেদা জিয়া এমন অপরাধ করেছেন যে, দেশে আসতে ভয় পাচ্ছেন। বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যাবে। আমরা যখন বিএনপির কঠিন পরিণতির কথা বলেছিলাম তখন অনেকে হাসাহাসি করেছেন। আজ তা বাস্তবায়িত হচ্ছে। সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ ও মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ। ১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে