মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৯:২৯:৪৭

‘নন-ক্যাডার পদে নিয়োগ পাচ্ছে ৩ হাজার ৫১৯ জন’

‘নন-ক্যাডার পদে নিয়োগ পাচ্ছে ৩ হাজার ৫১৯ জন’

নিউজ ডেস্ক : সরকারি নন-ক্যাডার পদে এ বছর নিয়োগ পাচ্ছেন ৩ হাজার ৫১৯ জন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের অষ্টম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, সরকারি দপ্তরগুলোতে শূন্যপদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দপ্তর-সংস্থাসমূহের চাহিদার পরিপেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শূন্যপদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার নিয়োগবিধি অনুযায়ী জনবল নিয়োগ করা হয়। সৈয়দ আশরাফ জানান, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি) ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২ হাজার ১৫৮টি পদে নিয়োগের জন্য সুপারিশ পাঠিয়েছে। প্রাক-চরিত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর শূন্যপদে নিয়োগ দেয়া হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে পিএসসি প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদে নিয়োগের সুপারিশ করে থাকে। এ অর্থবছরে সরকারি নন-ক্যাডার পদে মোট ৩ হাজার ৫১৯ জন লোক নিয়োগ করা হবে। ১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে