বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ১২:৫২:০৮

বাংলাদেশ-সৌদি যৌথ কমিশনের বৈঠক আজ

বাংলাদেশ-সৌদি যৌথ কমিশনের বৈঠক আজ

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ১১তম যৌথ কমিশনের বৈঠক শুরু হবে আজ বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে। বৈঠকে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সৌদি শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহ্দ এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন ইআরডির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন। বৈঠকের আলোচ্য সূচির মধ্যে বাংলাদেশ হতে সৌদি আরবে চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন ধরনের দক্ষ ও অদক্ষ পুরুষ ও নারী কর্মী প্রেরণ; ব্যবসায়-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানী, বিমান চলাচল, ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ হতে তৈরি পোশাকসহ অন্যান্য সামগ্রী সেদেশে রপ্তানি ও সৌদি আরব হতে সার আমদানি অন্যতম। তবে বাংলাদেশের পক্ষ থেকে মূলত শ্রম শক্তি রপ্তানির ওপরই জোর দেওয়া হতে পারে বলে জানা গেছে। ২৫ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের সৌদি প্রতিনিধি দলটি মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছেছে। ২০ নভেম্বর শুত্রবার দুপুরে স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তারা। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দুদেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ কমিশনে এটাই হলো সর্বোচ্চ পর্যায়ে । ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে