বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০১:২৪:৪০

মন্ত্রণালয়ে সংযুক্তি হিসেবে প্রশাসনে রদবদল

মন্ত্রণালয়ে সংযুক্তি হিসেবে প্রশাসনে রদবদল

নিউজ ডেস্ক: বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্তি হিসেবে কর্মরত ১৭ জন অতিরিক্ত সচিব প্রত্যেককে স্ব স্ব মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। এরা হলেন, অর্থ বিভাগের সৈয়দ মো. মাতলুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. আবদুল হাকিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মুহাম্মদ আলকামা সিদ্দিকী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাসুদেব গাংগূলী, শিল্প মন্ত্রণালয়ের বেগম আফরোজা খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মো. আনিসুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজী রওশন আখতার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. তাজুল ইসলাম চৌধুরী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী, অর্থ বিভাগের তাহমিনা বেগম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এম বজলুল করিম চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেগম উম্মুল হাসনা, কৃষি মন্ত্রণালয়ের মো. মোশাররাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সৈয়দ আফরোজা বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. আব্দুর রউফ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড. হেলাল উদ্দিন আহম্মেদ। এছাড়া বিয়ামের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফজলুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিসিকের পরিচালক (অতিরিক্ত সচিব) এসকে ফিরোজকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. সিদ্দিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক মো. মনসুর রাজা চৌধুরীকে বিসিএসআইআর- এর সদস্য, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. আলাউদ্দিন ফকিরকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. মোস্তফা কামালকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব মো. হাবিবুর রহমানকে বিসিকের পরিচালক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফয়জুর রহমানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের সচিব, বাংলাদেশ রেলওয়ের চীফ এস্টেট অফিসার মো. কামরুল আমিনকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) কাজী আবুল কালামকে জাতীয় কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ডের সদস্য, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হিসেবে বদলির আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. জাফর উল্লাহকে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আমান উল্লাহকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ নাসির উদ্দিনকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ শাহাদত হোসেনকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাকির আহমেদকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য সুষেন চন্দ্র রায়কে ওএসডি, জাতীয় কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ডের সদস্য মো. নাসিম উদ্দিনকে প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মো. কাওসারকে বিদ্যুৎ বিভাগে সংযুক্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক আরশাদ হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আব্দুর রহিম ভূইয়াকে ওএসডি এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. হাফিজুর রহমানকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে