বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৪:২৮:৫৮

মুজাহিদের রিভিউর আদেশ সকাল সাড়ে ১১টায়

মুজাহিদের রিভিউর আদেশ সকাল সাড়ে ১১টায়

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চূড়ান্ত রায় দেয়া হবে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মঙ্গলবার সকাল নয়টার পর এ শুনানি শুরু হয়, চলে বেলা ১২ টা পর্যন্ত। বেঞ্চের বাকি সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রথমে মুজাহিদের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। বেলা ১১টার কিছু আগে শেষ হয় তার যুক্তি উপস্থাপন। এরপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য উপস্থাপন শুরু করেন। গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন তিনি। ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত রায় পুনর্বিবেচনার আবেদন দুটি শুনানির জন্য ২ নভেম্বর তারিখ ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ১৭ নভেম্বর পুননির্ধারণ করে আপিল বিভাগ। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে