বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৪:৪৪:৫৯

বিশেষ নিরাপত্তায় প্রধান প্রধান স্থান ও সড়ক

বিশেষ নিরাপত্তায় প্রধান প্রধান স্থান ও সড়ক

নিউজ ডেস্ক: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তাবলয় ভেদ করে আদালতের ভেতর প্রবেশ করতে হচ্ছে সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী গুলিস্তান, পল্টন, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় টহল দিচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত প্রধান প্রধান স্থান ও সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে। বিশেষ করে ঢাকার সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়াও বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্টেডিয়ামের চতুর্দিকে ভ্রাম্যমাণ দোকানপাট বন্ধ রাখা হয়েছে। মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রিভিউয়ের রায় ঘোষণাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট এলাকায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। কোর্ট এলাকায় বেশ কিছু চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া রয়েছে অতিরিক্ত টহল পুলিশ। পাশাপাশি সাদাপোশাকের গোয়েন্দা সদস্যরাও মাঠে রয়েছেন। ট্রাইব্যুনালের আশপাশে প্রেসক্লাব, দোয়েল চত্বর, শিশু একাডেমীসহ সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৭ নেভেম্বর) ভোর থেকে সুপ্রিম কোর্টের সবগুলো প্রবেশপথ, আশপাশের সব সড়ক ও পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। উপকমিশনার আরো জানান, সুপ্রিম কোর্ট এলাকাসহ বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশে সবখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি ডগ স্কোয়াড, রায়ট কার, এপিসি কারও প্রস্তুত রাখা হয়েছে। ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে