বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৮:১২:৪০

মিলিটারির ওপর হামলার বিচার সেনা আইনে

 মিলিটারির ওপর হামলার বিচার সেনা আইনে

ঢাকা : কচুক্ষেতে তল্লাশিচৌকিতে মিলিটারি পুলিশের (এমপি) সদস্য সামিদুল ইসলামকে কুপিয়ে আহত করার অভিযোগে আটক ব্যক্তির সেনা আইনে বিচার হবে। হামলার ছয় দিনের মাথায় গত রোববার রাতে কাফরুল থানায় হওয়া মামলায় এ কথা বলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কাফরুল থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শামীমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত রোববার রাতে সেনাবাহিনীর কর্পোরাল ফারুক ভূঁইয়া বাদী হয়ে জামিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। ওই ব্যক্তি হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। জামিরুল ইসলাম ওরফে মানিকের (৩২) বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. আবু তালেব। মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলামউদ্দিন গতকাল বলেন, সামিদুলকে কুপিয়ে আহত করার পর হামলাকারী হিসেবে জামিরুলকে তাঁর সহকর্মীরা আটক করলেও এ পর্যন্ত তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। তবে মামলায় বলা হয়েছে, আটক জামিরুল ইসলামের সেনা আইনে বিচার করা হবে। পল্লবী অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার জাকির হোসেন বলেন, ১০ নভেম্বর সন্দেহভাজন হিসেবে শিবিরকর্মী সাব্বির হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ডে নিয়ে সেনাসদস্য সামিদুলের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। তিনি বলেন, রিমান্ডে সাব্বিরের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। উল্লেখ্য, ১০ নভেম্বর ঢাকা সেনানিবাসে কচুক্ষেতে একটি রিকশা সোজা যাওয়ার চেষ্টা করলে তল্লাশিচৌকিতে দায়িত্বরত সামিদুল রিকশাটিকে থামিয়ে রিকশাচালকের সঙ্গে কথা বলার সময় এক যুবক রাস্তার উল্টো দিক থেকে এসে হঠাৎ তাঁকে আক্রমণ করে বসেন।ধাওয়া করে সন্দেহভাজন হামলাকারী ওই যুবককে উত্তর কাফরুলের একটি বাড়ি থেকে ধরে ফেলেন সামিদুলের সহকর্মীরা। ওই দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাফরুলের কচুক্ষেত চেকপোস্টে কর্তব্যরত মিলিটারি পুলিশ সদস্য ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলামের ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। ধারালো অস্ত্রের আঘাতে সামিদুল সামান্য আহত হন।সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর চিকিৎসা চলছে। ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে