বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০২:৫৩:৪৩

গুলিবিদ্ধ ইতালীয় নাগরিককে ঢাকায় আনা হচ্ছে

গুলিবিদ্ধ ইতালীয় নাগরিককে ঢাকায় আনা হচ্ছে

দিনাজপুর : দিনাজপুরে দুর্বৃত্তের গুলিতে আহত ইতালীয় নাগরিক ডা. পিয়রো পিচসকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে ডা. পিয়রোকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, ডা. পিয়রো পিচস প্রায় ১২ বছর শুইহারি ক্যাথলিক মিশনে চার্চের ধর্মযাজক হিসেবে রয়েছেন এবং দিনাজপুর সেন ভিনসেন্ট হাসপাতালে অসহায় রোগীদের চিকিৎসা করেন। পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন বলেন, ‘ডা. পিয়রোর ঘাড়ে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে। এজন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।’ ঘটনা সম্পর্কে দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব সরদার বলেন, সরকারি কলেজ সংলগ্ন এনটিএস নামক একটি ভবনে পিয়রো থাকতেন। সকালে ঘুম থেকে উঠে তিনি সাইকেল চালাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান এসআই বিপ্লব সরকার। দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের কর্তব্যরত সার্জিক্যাল বিভাগের প্রধান চিকিসক ডা. পার্থ সারথি রায় বলেন, পিয়রো পিচসের পেছন থেকে একটি গুলি গলার সামান্য অংশ ভেদ করে বেড়িয়ে গেছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক জিল্লুর রহমান বলেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পরপরই বিপুল সংখ্যক র্যা৪ব ও পুলিশ সদস্য ঘটনাস্থল পৌঁছে ঘিরে রেখেছে। এছাড়া হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমীন, প্রশাসনের কর্মকর্তাসহ বেশ কিছু বিদেশি নাগরিক। এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে