বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৩:০৯:২৪

সনদ বিবেচনা করেনি আদালত : মাহবুব

সনদ বিবেচনা করেনি আদালত : মাহবুব

ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর দাখিল করা পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আদালত বিবেচনায় নেয়নি। বুধবার আপিল বিভাগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর সাংবাদিকদের একথা জানান তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘আমরা আপিল বিভাগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছাত্রত্বের ব্যাপারে পাঞ্জাব বিশ্বাবিদ্যালয়ের যে সার্টিফিকেট দাখিল করেছিলাম, আপিল বিভাগ তা বিবেচনায় নেয়নি।’ খন্দকার মাহবুব বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সালাহউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশে ছিলেন না। তিনি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ওই সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন।’ তিনি বলেন, ‘আমরা এ সংক্রান্ত একটি এভিডেভিট সত্যায়িত করে আদালতে জমা দিয়েছিলাম। কিন্তু আপিল বিভাগ তা অবিশ্বাস করেছেন।’ উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের সময় তার পক্ষ থেকে ২০১২ সালে ইস্যু করা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেট জমা দেয়া হয়েছিল। কিন্তু আপিল বিভাগ তা গ্রহণ করেনি। ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে