বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৩:১৭:৫৯

সাকার আইনজীবীকে যা বললেন বিচারকরা

 সাকার আইনজীবীকে যা বললেন বিচারকরা

ঢাকা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুবের উদ্দেশে প্রধান বিচারপতি এসকে সিনহা রিভিউ আবেদনের শুনানির সময় বলেছেন, ‘আপনারা পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে সাকার সার্টিফিকেট এনে দিয়েছেন। অথচ এগুলো ফেক (ভুয়া)। আপনারা একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে অনেকগুলো মিথ্যার আশ্রয় নিয়েছেন।’ তখন খন্দকার মাহবুব প্রধান বিচারপতিকে বলেন, ‘এ সার্টিফিকেটের বিষয়ে সন্দেহ হলে আপনারা দূতাবাস ও অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে তা যাচাই করে দেখতে পারেন।’ প্রধান বিচারপতি তখন হাসতে হাসতে অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘মিস্টার অ্যাটর্নি জেনারেল শোনেছেন? আপনাদের প্রতিনিধির মাধ্যমে সার্টিফিকেটগুলো যাচাই করতে বলছেন খন্দকার মাহবুব।’ খন্দকার মাহবুব আরো বলেন, ‘পাঞ্জাব ইউনিভার্সিটির একটি বিভাগের বিভাগীয় প্রধান সালাউদ্দিন কাদেরকে প্রত্যায়নপত্র দিয়েছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী ওই সময় ঢাকা ইউনিভার্সিটি থেকে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করেছিলেন।’ এর জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মাই লর্ড, আমিও ওই সময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। তখন ক্রেডিট ট্রান্সফার কিংবা সেমিস্টারের সিস্টেম ছিল না।’ প্রধান বিচারপতি তখন খন্দকার মাহবুবকে বলেন, ‘ফেক সার্টিফিকেটগুলো আপনারা কেন আমাকে দিলেন? লন্ডন, ওয়াশিংটনের সার্টিফিকেট দিলেন কিন্তু পাঞ্জাবেরটা দিতে পারলেন না কেন?’ তিনি এও বলেন, ‘একাত্তরে পাকিস্তান আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধী ছিল, তাদের সার্টিফিকেট আমরা কীভাবে গ্রহণ করবো? তাছাড়াও যে সার্টিফিকেটগুলো দিয়েছেন যেগুলোতে বাংলাদেশ দূতাবাসের কোনো স্বাক্ষর নেই।’ ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে