শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮, ১১:২৮:৩৫

ঢাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

ঢাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায় পৌঁছেছেন। ৩ দিনের সফরে তিনি আজ বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইউন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে নিয়ে মঞ্চে আসার পর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে সফররত রাষ্ট্রপ্রধান গার্ড পরিদর্শন করেন। গার্ড পরিদর্শন শেষে উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন সফররত রাষ্ট্রপতি।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাছির এক বার্তায় জানান, দক্ষিণ এশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও শক্তিশালী করতে চায় ইন্দোনেশিয়া। এ জন্য দেশটির রাষ্ট্রপতি জানুয়ারির ২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ৫টি দেশ সফর করছেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির ঢাকা সফরে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা ইস্যুটিও প্রাধান্য পাবে। জানা যায়, আগামী কাল রবিবার সকাল সাড়ে ৮টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো সাভার স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর সাড়ে ৯টায় ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, সুশাসন, সন্ত্রাস নির্মূল, গবেষণা, প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, জ্বলানিখাতে দুই দেশের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক রয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে