মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ০১:৪০:১০

উন্নয়ন বার্তা নিয়ে ভোটের মাঠে শেখ হাসিনা

উন্নয়ন বার্তা নিয়ে ভোটের মাঠে শেখ হাসিনা

রফিকুল ইসলাম রনি : ‘উন্নয়নের বার্তা’ নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নামছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা বারো আউলিয়ার পুণ্যভূমি সিলেটে।

আজ বিকালে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নৌকা মার্কায় ভোট চাইবেন তিনি। এর আগে সকালে সিলেট পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে হযরত শাহজালাল (রহ.), শাহ পরাণ (রহ.) এবং গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত ও ফাতিহা পাঠ করবেন।

সিলেটের তিন মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরুর রেওয়াজ আছে রাজনৈতিক নেতাদের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট শহরে সাজ সাজ রব পড়েছে। দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে সারা শহর।

সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও একাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। এতে তুলে ধরা হয়েছে সরকারের টানা নয় বছরের উন্নয়নচিত্র। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি বরিশাল যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২২ ফেব্রুয়ারি রাজশাহী যাবেন তিনি।

পর্যায়ক্রমে খুলনা, গাজীপুরসহ বেশ কয়েকটি জেলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। এসব জনসভায় শেখ হাসিনা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবেন এবং সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে দেশবাসীর কাছে পুনরায় সমর্থন চাইবেন। এ ছাড়া তিনি চারদলীয় জোট সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি তথা সন্ত্রাস, জঙ্গিবাদ, হামলা-মামলার চিত্র তুলে ধরবেন।

পাশাপাশি বর্তমান সরকারের সময়ের সুষ্ঠু আইনশৃঙ্খলার বিষয়টিও জনগণের সামনে আনবেন। সূত্রমতে, আওয়ামী লীগ সভানেত্রী সিটি করপোরেশন এলাকাকে প্রাধান্য দিয়ে জেলা সফর করবেন। কারণ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হলে বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা করতে পারবেন না। আগামী মার্চ-এপ্রিলে সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

দলের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে নির্বাচনী জনসভা শুরু করছেন। তিনি দুই মেয়াদে ক্ষমতায় থাকতে যেসব জেলায় যাননি, সেসব জেলা প্রাধান্য দেবেন তার সফরে। বিভাগীয় শহর ছাড়াও গুরুত্বপূর্ণ জেলা শহরে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে তার।

এসব জনসভায় ২০২১ সালে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকারের ধারাবাহিকতার জন্য দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাইবেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ যে এগিয়ে যায় সে চিত্রও তিনি তুলে ধরবেন।

এ প্রসঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আজ সিলেটের পুণ্যভূমিতে তিন মাজার জিয়ারত এবং নগরীর আলিয়া মাদ্রাসায় জনসভায় নৌকা মার্কায় ভোট চাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সিলেট জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে জেলা-মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন। সিলেটবাসী বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের চাঙ্গা করা এবং পুনরায় ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট চাইতে নির্বাচনী মাঠে প্রচারণায় নামছেন প্রধানমন্ত্রী। সিলেট দিয়ে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করছেন। পর্যায়ক্রমে বিভাগীয় শহর ছাড়াও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে যেসব জেলায় যেতে পারেননি, সেগুলোকে প্রাধান্য দিয়ে জেলা সফর করবেন তিনি।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘আওয়ামী লীগ এক নির্বাচনের পর আরেক নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে। আমরা নির্বাচনী মাঠ গোছানোর কাজ শুরু করেছি অনেক আগেই। বলা যায়, আজই শুরু হবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত উন্নয়নের বার্তা নিয়ে সারা দেশ চষে বেড়াবেন তিনি।’

যেসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন : সিলেটে মোট ৩৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন তালিকায় রয়েছে : হজরত শাহজালাল (রহ.) মহিলা ইবাদতখানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন নেছা হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন ও হলরুম নির্মাণ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল ভবন নির্মাণ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, সিলেটে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল নির্মাণ, এম এ জি ওসমানী মেডিকেলের অভ্যন্তরে নার্সিং হোস্টেল ভবন নির্মাণ, সিলেট পুলিশ লাইনসে এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) ব্যারাক নির্মাণ, সিলেট পুলিশ লাইনসে অস্ত্রাগার নির্মাণ, এসএমপির কোতোয়ালি মডেল থানার কম্পাউন্ডে ডরমেটরি নির্মাণ,

তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট ভবন নির্মাণ, সিলেটের লালাবাজারে রেঞ্জ রিজার্ভ পুলিশ লাইনস নির্মাণ, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) ও জেলা পরিবার পরিকল্পনা সিলেটের অফিস ভবন নির্মাণ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ মহাসড়কের ৬৫ কিলোমিটার উন্নয়ন, গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর মহাসড়ক ও চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বাড়ইগ্রাম মহাসড়কের ৯ দশমিক ৬০ কিলোমিটার উন্নয়ন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতাল ভবনের চতুর্থ থেকে দশম তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ।

প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে উদ্বোধনী তালিকায় রয়েছে : হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার উন্নয়ন, মহিলা ইবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্যবর্ধন ও মাজারের যাতায়াতের প্রধান রাস্তা ২ কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন, সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের ছয় তলাবিশিষ্ট নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন, পিরোজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন,

জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সিলেট সিটি করপোরেশনের ১২ তলা ভিতবিশিষ্ট পাঁচ তলা ভবন, নগরের বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণকাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়নকাজ, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক, রশিদপুর- বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ,

সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট-শেরপুর অংশ) মজবুতিকরণসহ ওভারলে এর কাজ, শেরপুর টোল প্লাজার উন্নয়নকাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কানাইঘাট সড়ক ও তিন তলাবিশিষ্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন। -বিডি প্রতিদিন

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে