বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৮:১৫:৩২

কে এই দিনাজপুরের ইতালীয় নাগরিক?

কে এই দিনাজপুরের ইতালীয় নাগরিক?

নিউজ ডেস্ক: দিনাজপুরে পিয়েরো পারোলারি নামে ইতালিয়ান যে নাগরিক আহত হয়েছেন তার পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে যে তিনি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে আছেন। তার পরিচিতরা বলছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে তিনি বাস করছেন প্রায় ১০ বছর ধরে। বর্তমানে পিয়েরো পারোলারি দিনাজপুর শুইহারি নাভারা ক্যাথলিক মিশনে কাজ করছিলেন। দিনাজপুরের স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার জানিয়েছেন মিঃ পারোলারি দিনাজপুরে বসবাস করছেন ২০০৭ সাল থেকে। তিনি জানিয়েছেন পঞ্চাশোর্দ্ধ এই ইতালীয় নাগরিক খুবই সাধারণ জীবন-যাপন করতেন। মিঃ সরকার মিঃ পারোলারিকে দেখেছেন খুব নিরিবিলি জীবন-যাপন করতে, সাধারণ মানুষের সাথে তার তেমন একটা সখ্যতা ছিল না। তিনি পেশায় একজন চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ। মি. পারোলারিকে অনেক দিন ধরে দেখেছেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তরুণকান্তি হালদার। তিনি বলছিলেন যারা যক্ষ্মা রোগ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা যাতে সঠিক চিকিৎসা পান সে ব্যাপারে তিনি হাসপাতাল এবং সরকারি সেবা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতেন। তিনি ডিগ্রিধারী কোন চিকিৎসক ছিলেন না বলে জানিয়েছেন মি. হালদার। সাথে সাথে মি. পারোলারি নৈতিক বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন এসব রোগীদের।-বিবিসি ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে