শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৩:২১

বিএনপিপন্থী সাংবাদিকদের ‘ইউনিয়ন’ ভাগভাগি, নতুন কমিটি

 বিএনপিপন্থী সাংবাদিকদের ‘ইউনিয়ন’ ভাগভাগি, নতুন কমিটি

ঢাকা : বিএনপিপন্থীদের দ্বন্দ্ব এখন প্রকাশ রূপ নিয়েছে। হঠাৎ করেই ভাগ হয়ে গেল বিএনপিপন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠনটির একাংশ সাধারণ সভা ডেকে নির্বাচন ছাড়াই একটি নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি ভাগ করলেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ডিইউজের বার্ষিক সাধারণ সভা করেন বিএনপিপন্থী সাংবাদিকদের একাংশ। সেখানে এলাহী নেওয়াজ খান সাজুকে সভাপতি ও খায়রুল আলম বকুলকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মাহফুজুর রহমান (ইউএনবি), সহ-সভাপতি আলিমুজ্জামান হারুন, সহ-সভাপতি মো. বদিউজ্জামান (প্রথম আলো), যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ ফেরদৌস (ঢাকা প্রতিদিন), কোষাধ্যক্ষ গালীব হাসান, সাংগঠনিক সম্পাদক শওকত রেজা (আলোকিত বাংলাদেশ), প্রচার সম্পাদক সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাসেত মিয়া, জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন (বণিক বার্তা) ও দপ্তর সম্পাদক পদে মো. শাজাহান সাজু (খবরপত্র) রয়েছেন।

এছাড়া, নির্বাহী পরিষদ সদস্য পদে রয়েছেন কাইয়ুম খান মিলন (নিউনেশন), আবদুর রহিম (ইনকিলাব), আজমল লুৎফা খানম (স্বাধীনমত), আতিকুর রহমান (ইনকিলাব), শিকদার আলমগীর (মুক্ত খবর), গোলাম কিবরিয়া (এনটিভি), সালাউদ্দিন রাজ্জাক  (বাংলাদেশ প্রতিদিন) ও সাগর আনোয়ার (দ্য রিপোর্ট)।

বার্ষিক এ সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিন। বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, গোলাম মহিউদ্দিন খান, কাইয়ুম খান মিলন প্রমুখ।

উদ্বোধনী অধিবেশন শেষে কার্য অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোকাররম হোসেন। তিনি ইউনিট পরিস্থিতি এবং ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ সদস্যদের বক্তব্য গ্রহণ করেন। এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের ২০১৫-১৬ বছরের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের জন্য ডিইউজের সিনিয়র সদস্য গোলাম মহিউদ্দিন খানকে প্রধান করে এবং গাফফার মাহমুদ ও বসির হোসেন মিয়াকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন।

কমিটি উপস্থিত সভায় ডিইউজের ২০১৫-১৬ বছরের নির্বাহী কমিটির নাম প্রস্তাব করতে বললে সংগঠনের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী উল্লিখিত কমিটির নাম প্রস্তাব করেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এ কমিটিকে সমর্থন করেন। সভায় ১৯৯৩ সালে বিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

রাস্তায় হলো মূলধারার বিএনপিপন্থী সাংবাদিকদের সভা
বিএনপিপন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বর্তমান কমিটি আহ্বান করেছিল বার্ষিক সাধারন সভাটি।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার সমর্থিত বিএনপির একাংশ সকাল ৯টার সময় দখল করে নেয় সভাস্থল।

৪০/৫০ জনকে নিয়ে সরকার সমর্থিতরা বর্তমান কমিটিকে বাদ দিয়ে নিজেদের মতো করে বার্ষিক সাধারণ সভা করে ও ডিইউজের নতুন কমিটি ঘোষণা করে।

অন্যদিকে ডিইউজের বর্তমান সভাপতি কবি আব্দুল হাই শিকদারের নেতৃত্বে মূলধারার বিএনপিপন্থী দুই শতাধিক সাংবাদিক রাস্তায় দাঁড়িয়ে সাধারণ সভা করে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের আজ যথাযর্থ মূল্যায়ন ও সম্মান করা হচ্ছে না।

এম এ আজিজ বলেন, সাংবাদিকদের ভয় পেলে চলবে না। আমাদের সাহস সঞ্চয় করতে হবে এবং আমাদের অধিকার পুর্নপ্রতিষ্ঠিত করতে হবে।  
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে