বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১২:৫১:০১

হর্ষবর্ধন শ্রীঙ্গালা বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার

হর্ষবর্ধন শ্রীঙ্গালা বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক: বাংলাদেশে হাইকমিশনার পদে নিয়োগ পেলেন ভারত সরকার হর্ষবর্ধন শ্রীঙ্গালা। আগামি ডিসেম্বরের শেষের দিকে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বাংলাদেশ থেকে বিদায় নেবেন। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন হর্ষবর্ধন শ্রীঙ্গালা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে এতথ্য জানা গেছে। হর্ষবর্ধন শ্রীঙ্গালা বর্তমানে থাইল্যান্ডের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ডিসেম্বরে নতুন কর্মস্থলে যোগ দিবেন। তিনি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের নাগরিক। জৈষ্ঠ্য কূটনীতিক হর্ষবর্ধন শ্রীঙ্গালা ভারতের সরকারি কর্ম কমিশনে ১৯৮৪ সালে ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে কর্ম-জীবন শুরু করেন। ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন তিনি। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারের রাজনৈতিক ইস্যূতে বিভিন্ন সময়ের স্পর্শকাতর ঘটনায় তিনি সফলতার সঙ্গে কাজ করেন। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের সময় তিনি ভারতের যুগ্ম-সচিব হিসেবে কাজ করে সফলতার সঙ্গে দুই দেশের সমস্যার সমাধান করেন। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে