শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৪৯:০৫

লুঙ্গি পরেই মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতি হামিদ

লুঙ্গি পরেই মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতি হামিদ

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন ফরম তুলে আবদুল হামিদের কাছে বঙ্গভবনে তা পৌঁছে দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। শুক্রবার বেলা ১১টার পর নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম তোলেন আ স ম ফিরোজ।

ফরম তুলে সেখান থেকে সরাসরি তিনি যান বঙ্গভবনে। এ সময় রাষ্ট্রপতি বিশ্রামে ছিলেন। গায়ে চাদর ও পরনে লুঙ্গি ছিল। সে পোশাকেই তিনি অতিথিদের কাছে থেকে গ্রহণ করেন মনোনয়ন ফরম। আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের একবিংশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের তারিখ নির্ধারিত হয়েছে।

আগামী ৫ ফেব্রুয়ারি এই মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমটি পূরণ করে সই করবেন আবদুল হামিদ নিজেই। এ জন্যই তার হাতে মনোনয়ন ফরমটি তুলে দেয়া হয়। এর আগে গত বুধবার রাতে দ্বিতীয় মেয়াদে আবদুল হামিদকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।

পরদিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গভবনে গিয়ে দলের সিদ্ধান্ত রাষ্ট্রপতির হাতে তুলে দেন। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পরও তার ‘সাধারণ মানুষের’ পরিচয় ধরে রেখেছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে