বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০২:৪২:১২

প্রতিক্রিয়া নেই বিএনপির

প্রতিক্রিয়া নেই বিএনপির

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পূনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজের পর কোনো প্রতিক্রিয়া নেই বিএনপির নেতাকর্মীদের। এর আগে যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর দুজন শীর্ষ নেতার রায় এবং ফাঁসি পরও কোনো প্রতিক্রিয়া জানায়টি বিএনপি। বুধবার বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ বাতিল করে সুপ্রিম কোর্ট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে জামায়াত। তবে বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। টেলিফোনে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি দলটির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহ বলেন, দলের সিনিয়র নেতারা বসে আলোচনা করে প্রতিক্রিয়া জানাতে পারেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছেন। বিএনপির মুখপাত্র হিসেবে এ বিষয়ে আসাদুজ্জামান রিপনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আইনজীবীরা কথা বলেছেন। দলের তরফ থেকে কোনো বার্তা পাননি তিনি। দলীয় প্রতিক্রিয়া জানানোর নির্দেশনা পেলে যথাসময়ে জানানো হবে বলে জানান এই বিএনপি নেতা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাকা চৌধুরীর রিভিউ বাতিলের এক ঘণ্টা পর বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালনে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। পরে অবশ্য বৃহস্পতিবারের আলোচনা সভা স্থগিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, সুপ্রিম কোর্টের রায়ে হতাশ হয়েছি। সালাউদ্দিন সাহেব এদেশের জাতীয় সংসদের দীর্ঘ সময়ের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। টানা ছয়বার এমপি ছিলেন। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হলেন, এটা নির্মম ও বেদনার। এদিকে সাকা চৌধুরীর রিভিউ বাতিলের পর তার প্রধান আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আইনি লড়াই করেছি। এতে আমরা হেরে গেছি। ব্যস, এইটুকুই প্রতিক্রিয়া। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দলের দায়িত্বশীল একাধিক নেতা জানান, সাকা চৌধুরীর রায় নিয়ে বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানাতে পারে বিএনপি। বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা নিজেদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছেন। রায়ের কপি দেখে কী প্রতিক্রিয়া দেওয়া উচিত তা ঠিক করা হবে। আইনজীবীদের সঙ্গে কথা বলেও বিষয়টি ঠিক করা হতে পারে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো নাও হতে পারে বলে জানিয়েছে দলের অন্য একটি সূত্র। ২০১৩ সালের ২ অক্টোবর মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর মৃতুদণ্ডের রায়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। ওই রায়ের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনসহ সাকার বিরুদ্ধে 'ষড়যন্ত্রমূলক মিথ্যা' মামলা দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছিল বিএনপি। তবে জোটের শরিক দল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজার রায় ঘোষণা ও তা কার্যকরের সময় বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিএনপি অবশ্য বরাবরই বলে আসছে, একাত্তরের যুদ্ধাপরাধের যে বিচার চলছে, তার মান প্রশ্নবিদ্ধ। এদিকে বুধবার সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কম ছিল। দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপনের সঙ্গে দলীয় কার্যালয়ে এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার উস্থিত ছিলেন। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে সালাউদ্দিন কাদের বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত আকবর।-সমকাল ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে