রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:২১:৪৩

রায় বিরুদ্ধে গেলেও হার্ডলাইনে যাবে না বিএনপি

রায় বিরুদ্ধে গেলেও হার্ডলাইনে যাবে না বিএনপি

নিউজ ডেস্ক : রায় খালেদার বিরুদ্ধে গেলেও বিএনপি আগেভাগে কোনো কর্মসূচি দেবে না। সরকার কি কৌশল নেয়- তা দেখে সিদ্ধান্ত নেবে। তবে হার্ডলাইনে যাবে না। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, সরকারের ফাঁদে পা দিলে ভবিষ্যৎ নির্বাচনে অংশ নেয়া তাদের পক্ষে সম্ভব না-ও হতে পারে। যেটা হবে দলের জন্য মারাত্মক ভুল সিদ্ধান্ত।

তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। আইনি লড়াইয়ের ওপর জোর দিচ্ছেন বিএনপি নেতারা। মুখে না বললেও বিএনপি নেতারা এটা স্বীকার করেন যে, ২০১৪ সালের নির্বাচনে সরকারকে ‘ওয়াকওভার’ দেয়াটা ভুল ছিল। খালেদা জিয়া তার দলের নীতিনির্ধারকদের বলেছেন, মামলা কীভাবে চলছে বা চলে তা আপনারা সবাই জানেন।

তারপরও হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। শাসক দল চেষ্টা করবে আপনাদেরকে নানা উস্কানির মাধ্যমে রাজপথে ঠেলে দিতে। তখন তারা নানা কৌশল নেবে। তাদের কৌশল হবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। কার্যনির্বাহী কমিটির গতকালের বৈঠকেও বেগম জিয়া একাধিকবার সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

সমাপনী সংক্ষিপ্ত ভাষণেও এর ওপর জোর দিয়েছেন। নিজের অবস্থান ব্যাখ্যা না করেও বিএনপি চেয়ারপারসন বলেন, যেখানেই থাকি, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দল ভাঙার চেষ্টা যাতে কেউ না করেন সে ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে