বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৪:৪৭:১২

হরতালে ও আজ ডিগ্রির প্রথম বর্ষের পরীক্ষা শুরু

হরতালে ও আজ ডিগ্রির প্রথম বর্ষের পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের ডিগ্রি (পাস) কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৭৩৩টি কলেজের মোট পরীক্ষার্থী ২ লাখ ১৪ হাজার ৭৩ জন। ৬৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। সময়সূচি অনুযায়ী প্রতিদিন বেলা একটা থেকে পরীক্ষা শুরু হবে। এদিকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মামলার রিভিউ রায়ে বুধবার জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আদালত। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে