বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৫:০৫:০৩

‘রোহিঙ্গাদের বাংলাদেশেই ফেরত যেতে হবে’

‘রোহিঙ্গাদের বাংলাদেশেই ফেরত যেতে হবে’

নিউজ ডেস্ক: মিয়ানমারের গণতন্ত্রপন্থী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত ৮ নভেম্বরের নির্বাচনে বিশাল জয় পেয়েছে। অর্থাৎ গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলটি এখন সরকার গঠন করতে যাচ্ছে (যদি কোনো ব্যতিক্রম না হয়)। শান্তিতে নোবেল বিজয়ী সুচির দলের এই বিজয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দীর্ঘ সময়ে সেনা শাসনের অধীনে দেশটির রোহিঙ্গা মুসলিমরা যে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে, তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে কিনা। বেশির ভাগ রোহিঙ্গারা আদর্শগত দিক থেকে সুচির দলকেই সমর্থন করে। নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল এনএলডির সিনিয়র নেতা ইউ উইন হতেইনকে। তিনি বলেছেন, ‘বিষয়টা সে রকম নয়, বরং আমরা শান্তি, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, অর্থনৈতিক উন্নতি ও সাংবিধানিক সংস্কারকে বেশি গুরুত্ব দেব।’ রোহিঙ্গাদের ব্যাপারে তিনি প্রায় ক্ষমতাসীন সেনা সমর্থিত সরকারের ভাষাই ব্যবহার করেন। তিনি বলেন, ‘তারা অবৈধ অভিবাসী এবং তাদের বাংলাদেশেই ফেরত যেতে হবে।’ হতেইন বলেন, ‘আইন-শৃঙ্খলা ও মানবাধিকারের দিকটি বিবেচনায় রেখেই আমরা বিষয়টি নিয়ে কাজ করব। তবে এ ব্যাপারে আমাদের বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করতে হবে। কারণ বেশির ভাগই (প্রায় সবাই) সেখান থেকে (বাংলাদেশ) আসা।’ বিশ্লেষকরা বলছেন, মুসলিমদের ব্যাপারে হঠাৎ করে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। তবে তারা অন্তত এটুকু আশা করেন যে, তাদের অবস্থার আর অবনতি ঘটবে না। হিউম্যান রাইটস ওয়াচের মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ ডেভিড স্কট ম্যাথিসন বলেছেন, ‘আমার মনে হয়, অনেক মুসলিম মনে করেন, এনএলডি ও সুচি যদিও সরাসরি তাদের সমর্থনে কোনো মন্তব্য করেনি, তবুও অন্যদের তুলনায় তারা (সুচি/এনএলডি) ভাল।’ তবে স্কট কিংবা রোহিঙ্গাদের এই আশাবাদ কতটা বাস্তবে পরিণত হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। অনেকেই মনে করেন, মিয়ানমার বৌদ্ধ অধ্যুষিত হওয়ায় এবং উগ্রপন্থী কিছু বৌদ্ধ সংগঠনের কারণেই এনএলডি কিংবা সুচি রোহিঙ্গাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কিন্তু এখন যেহেতু বড় ধরনের বিজয় নিয়ে এনএলডি সরকার গঠন করতে যাচ্ছে, সেক্ষেত্রে আর যাই হোক, রোহিঙ্গারা অন্তত নাগরিক হিসেবে বসবাস করার অধিকার পাবে। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে