বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৯:৩২:৩৭

হরতালে রাজধানীতে সীমিত চলাচল

হরতালে রাজধানীতে সীমিত চলাচল

ঢাকা : জামায়াত নেতা সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে দলটির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের শুরুতে বৃহস্পতিবার সকালে রাজধানীতে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে।পাবলিক বাসের সংখ্যা কম, ব্যক্তিগত গাড়িও খুব বেশি চলছে না। তবে হরতালকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। হরতালে সহিসংতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে পর্যপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার দুপুরে এ হরতালের ডাক দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে