বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১০:০৬:২৯

যেভাবে দগ্ধ হলেন একই পরিবারের ৫ জন

যেভাবে দগ্ধ হলেন একই পরিবারের ৫ জন

নারায়ণগঞ্জ : গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের পাঁচ ব্যক্তি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ ফতুল্লাউপজেলার নতুন কোর্টতল্লা বড়বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মিনারা বেগম (২৮), তার স্বামী মনির হোসেন (৩৫), ছেলে মিনহাজ (৭), মিনারা বেগমের ভাতিজা আরিফ হোসেন (১৬) ও ভাগ্নে মো. রিমন (২৫)। আহত মনির হোসেন বলেন, তার স্ত্রী মনিরা বেগম সকালে রান্না চাপিয়ে শোবার ঘরে আসলে হঠাৎ চুলার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ইলেকট্রিক সুইসবোর্ডের উপর পড়লে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে তারা দগ্ধ হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। ছেলে মিনাজকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, মিনারা বেগমের শরীরের ৪০ শতাংশ, স্বামী মনির হোসেনের ২৩ শতাংশ, আরিফের কোমর ও বুক এবং রিমনের হাত-মুখ পুড়ে গেছে। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে